অসহযোগের প্রথম দিন দিনভর সংঘর্ষ, সংঘাত ও গুলিতে সারা দেশে ৯৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ জনই রয়েছেন পুলিশ সদস্য। শুধু সিরাজগঞ্জেই ১৩ এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় ১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আরও পড়ুন: মঙ্গলবার নয়, ‘মার্চ টু ঢাকা’ সোমবারই
আরও পড়ুন: থানায় হামলা: ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা
রোববার (৪ আগস্ট) দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৮, সিরাজগঞ্জে ২২ (এর মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য), কিশোরগঞ্জে ৪, ঢাকায় ৮, কেরাণীগঞ্জে ১, সাভারে ১, বগুড়ায় ৫, মুন্সিগঞ্জে ৩, মাগুরায় ৪, ভোলায় ৩, রংপুরে ৪, পাবনায় ৩, সিলেটে ৫, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩, শেরপুরে ২, জয়পুরহাটে ১, হবিগঞ্জে ১ ও বরিশালে ১ জনসহ মোট ৯৩ জন নিহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এরপর রোববার আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে আগামীকাল ‘মার্চ টু ঢাকা’ ঘোষণা করেন।