আনসারের ছদ্মবেশধারীরা সফল হবে না: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৪, ০৮:২০ এএম

আনসারের ছদ্মবেশধারীরা সফল হবে না: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

আনসারের ছদ্মবেশধারীদের উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি। দাবি আদায়ের উদ্দেশ্য ছিল না বলে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, “আনসারের ছদ্মবেশে যারা ষড়যন্ত্র করতে এসেছিল, তারা সফল হবে না। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে ড. আসিফ নজরুল বলেন, “সচিবালয়ে শিক্ষার্থী ও আনসার সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থা অনেকটা ভালো। হাসনাত ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী ও পথচারী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আহতদের সুচিকিৎসায় সব রকমের সহযোগিতা করা হবে।”

এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “সচিবালয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারত। ছাত্ররা তা মোকাবেলা করেছে। ছাত্র-জনতা জাগ্রত আছে। তাদের কোনও পরিকল্পনা বাস্তবায়িত হবে না।

গতকাল রোববার সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থীর খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

Link copied!