ডিএমপির আমন্ত্রণে ঢাকা মাতাবেন অনুপম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৪, ০৬:৪১ এএম

ডিএমপির আমন্ত্রণে ঢাকা মাতাবেন অনুপম

সংগীতশিল্পী অনুপম রায়।

আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী... এর মতো জনপ্রিয় গানে শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডাকে ঢাকায় আসবেন তিনি।

ডিএমপি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম। অনুষ্ঠানে অনুপম ছাড়াও মাইলসসহ দেশের একাধিক শিল্পী গান পরিবেশন করবেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, অন্যসব বছরের মতো বিকেলের পরিবর্তে এবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বই মেলার উদ্বোধন করার কথা রয়েছে। তাই অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে।

Link copied!