দিনাজপুরে সাপের বিষ উদ্ধার করল বিজিবি

জাতীয় ডেস্ক

মে ১০, ২০২৪, ০৬:০৫ পিএম

দিনাজপুরে সাপের বিষ উদ্ধার করল বিজিবি

ছবি: সংগৃহীত

দিনাজপুর-বিরামপুর-ঘাসুরিয়া সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২ কেজি ৪৭১ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) ভোর পৌনে চারটার দিকে দিনাজপুরের বিরামপুরের ঘাসুরিয়া সীমান্তের উঁচা গোবিন্দপুর এলাকায় এক অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিন্ত করে জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বিরামপুর সীমান্ত থেকে সাপের এই মূল্যবান বিষ উদ্ধার করা হয়। চোরাকারবারিরা সেটা ভারতে পাচারের উদ্দেশ্যে এনেছিল।

ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করেন। এতে দুটি কাঁচের জারে রক্ষিত সাদা রঙের এক কেজি ২০৩ গ্রাম ও কালো রঙের ১ কেজি ২৬৮ গ্রাম সাপের বিষসহ সর্বমোট ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। জব্দকৃত সাপের বিষের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।

Link copied!