গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট

জাতীয় ডেস্ক

মে ৩, ২০২৫, ০১:৩৩ পিএম

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট

শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। (ছবি/সংগৃহিত)

গাজীপুর মহানগরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, তা দ্রুত পাশের একটি বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে।

শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঝুট গুদাম থেকেই আগুনের উৎপত্তি হয়েছে এবং তা দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট কাজ করছে।

তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Link copied!