লোকসংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ঢাকা মিরপুরে জুলাই বিদ্রোহের সময় হকার মো. সাগর হত্যাকাণ্ডের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১২ মে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।
মমতাজের পক্ষে আইনজীবী মাসুদুর রহমান জামিন আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী তাতে আপত্তি জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুলাই মিরপুর-১০ গোলচত্বরে ‘জুলাই বিদ্রোহ’-এ অংশ নিয়েছিলেন হকার সাগর। ওইদিন বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলির অভিযোগ রয়েছে। সাগর বুকে গুলিবিদ্ধ হন এবং পরে তার মরদেহ একটি বেসরকারি হাসপাতালে পাওয়া যায়।
পরবর্তীতে তার মা বিউটি আখতার গত ১৭ নভেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৪২ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০-৪০০ জনকে আসামি করা হয়। মামলায় মমতাজ ৪৯ নম্বর আসামি।
আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে ২০০৮ সালে সংসদে প্রবেশ করেন মমতাজ। এরপর আরও দুবার নির্বাচিত হন। তবে ১২তম সংসদ নির্বাচনে একই দলের এক বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন। সরকার পরিবর্তনের পর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার মধ্যে বেশিরভাগই সহিংস আন্দোলনের সময় হতাহতের অভিযোগ সম্পর্কিত।