রাতভর চেষ্টার পরেও নেভেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরির আগুন

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৪, ০৩:১৮ এএম

রাতভর চেষ্টার পরেও নেভেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরির আগুন

রোববার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাতভর চেষ্টার পরেও তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতভর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সোমবার (২৬ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা যায়নি। এদিকে গতকাল রোববার রাতে পাওয়া সবশেষ খবর অনুযায়ী ১৪ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে রোববার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এতে বলা হয়েছে, রাতে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়েই প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর কাচপুর, আদমজি ইপিজেড, কাঞ্চন ফায়ার স্টেশন আরও পাঁচটি ইউনিট ও সিদ্দিক বাজার হতে টিটিএল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন  থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। ফ্যাক্টরি থেকে সবশেষ জীবিত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

Link copied!