সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৭:৪৯ পিএম
রাঙামাটির সাজেকে যাওয়ার পথে এক পর্যটককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুরে সাজেকের সিজকছড়ি নামক স্থানে শিক্ষার্থী দিপীকা চাকমা তুলে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেক যাচ্ছিল। যাওয়ার পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দিপীকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেছে।
থানা–পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী সকাল সাড়ে ১০টায় জিপে করে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে রওনা দেন। সেখানে একটি জিপে সহপাঠীদের সঙ্গে ওই ছাত্রীও ছিলেন। বেলা পৌনে একটার দিকে শিজকছড়া এলাকা অতিক্রমের সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁদের যানবাহনটির গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘ওই ছাত্রীকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চলছে। আশা করছি শিগগিরই তাঁকে উদ্ধার করতে পারব।’