নির্বাচন শেষে ১৫ দিন পর্যন্ত মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৮, ২০২৩, ০৬:৩১ পিএম

নির্বাচন শেষে ১৫ দিন পর্যন্ত মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি আনিছুর

ছবি: বিবিসি

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন হলে ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। তবে এখন এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের আলাপকালে এসব কথা বলেন তিনি।

আনিছুর রহমান আরও বলেন, ‍‍`আর সংলাপ করবে না ইসি, সমঝোতা রাজনৈতিক দলগুলোকেই করতে হবে।‍‍`

ইসি সূত্র জানায়, এবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল দায়িত্ব পালন করবে নির্বাচনের আগের দুই দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দুই দিন। তবে নির্বাচনী এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্বাচনের পরবর্তী ১৫ দিন পর্যন্ত নির্বাচনী এলাকায় যাতে তারা দায়িত্ব পালন করে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনকে ইসি থেকে সময়মতো নির্দেশনা দেওয়া হবে। ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশন আইনশৃঙ্খলার বিষয়টি তদারকিতে রাখবে। তবে সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা হবে, তা নয়। যেখানে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থাকবে, সেখানে এ বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করার কথা বলে আসছে ইসি। সংসদের ৩০০ আসনে ভোটকেন্দ্র হবে ৪২ হাজারের কিছু বেশি।

Link copied!