হতাহত-নিখোঁজদের তালিকা প্রস্তুতে মাইলস্টোনের কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৫, ০১:১৫ পিএম

হতাহত-নিখোঁজদের তালিকা প্রস্তুতে মাইলস্টোনের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীসহ অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এই কমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সই করা এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কমিটির সভাপতি হিসেবে আছেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। কমিটির অন্য সদস্য হিসেবে আছেন মো. মাসুদ আলম (উপাধ্যক্ষ-প্রশাসন), খাদিজা আক্তার (প্রধান শিক্ষিক), লুৎফুন্নেসা লোপা (কো-অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী) ও মো. তাসনিম ভূঁইয়া (শিক্ষার্থী)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবে।

Link copied!