প্রত্যয় স্কিম বাতিল করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৪, ০১:২৭ পিএম

প্রত্যয় স্কিম বাতিল করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত সর্বজনীন পেনশন তহবিলের প্রত্যয় স্কিম বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী

গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকে মানববন্ধন, অর্ধদিবস কর্মবিরতি, স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তারা। দাবি না মানায় একপর্যায়ে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা।

Link copied!