পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২৪, ০৭:১২ এএম

পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান

ছবি: সংগৃহীত

পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে এক ক্ষুদে বার্তায় এই আহ্বান জানান পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

এতে বলা হয়, একটি চক্র পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগ পাওয়া গেছে। এই ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!