৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৫:২৮ পিএম

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

ফাইল ছবি

আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

এর আগে গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে এবং ‘ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে’ বলে তিনি ঘোষণা দেন।

ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।’

ঘোষণায় তিনি আরও বলেন, গণভোটের দিন চারটি বিষয়কে কেন্দ্র করে একটিমাত্র প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিয়ে নিজেদের মতামত প্রদান করবেন।

Link copied!