সংগৃহীত ছবি
তিন দিনের অবকাশে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। সফরটি স্থগিত করেছেন তিনি।
এ সফরকে সামনে রেখে সাজেকের সকল হোটেল-রিসোর্ট ৫ দিন বন্ধ ঘোষণা করেছিল সাজেক কটেজ মালিক সমিতি। এদিকে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, জনগণের কথা বিবেচনায় নিয়ে এ সফর স্থগিত করেছেন তিনি।
সাজেকে প্রায় ২ শতাধিক আবাসিক কটেজ ও রিসোর্ট রয়েছে। আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাষ্ট্রপতি সাজেকে সফরে যাবেন বলে নিরাপত্তার স্বার্থে এই কটেজ-রিসোর্টগুলো ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাষ্ট্রপতির সফর স্থগিত করায় এ বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না এ বিষয়ে এখনো কিছু জানায়নি স্থানীয় প্রশাসন।