মার্চ ১০, ২০২৫, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত
এ যেন কেঁচো খুড়তে সাপ বের হওয়া। গত শনিবার রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে একটি বাড়িতে ইজিবাইক চুরির সময় স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হন রিফাত বিন সাজ্জাদ (২৩)। পরে তাকে পুলিশে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে স্বীকার করেন, তিনি এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছেন। সেই ঘটনা ঘটেছে তাকে আটকের ৫৩ দিন আগে।
সোমবার, ১০ মার্চ দুপুরে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন। গ্রেপ্তার রিফাতের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায়। খবর প্রথম আলো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার রাতে রিফাত আটোয়ারীর রাধানগর এলাকার একটি বাড়িতে ইজিবাইক চুরি করতে যান। তখন স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে দেন। পুলিশ তার ব্যবহৃত মুঠোফোনে এক নারীকে হত্যার কয়েকটি ছবি ও ভিডিও পায়। এ নিয়ে জিজ্ঞাসাবাদে রিফাত বলেন, গত ১৩ জানুয়ারি রাতে ট্রেনে দিনাজপুর থেকে পঞ্চগড়ে আসার পথে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পথে ওই নারীকে নিয়ে তিনি আটোয়ারীতে নামেন। ওই নারীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। পরে নারীকে হত্যা করে লাশ রেলপথের ওপর ফেলে রাখেন।
পরদিন ১৪ জানুয়ারি আটোয়ারীর রেলপথে এক নারীর খণ্ড–বিখণ্ড লাশ পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী বলেন, রিফাতকে আটকের পর আটোয়ারী থানায় তার বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। একটি ধর্ষণের পর হত্যা মামলা, অপরটি ইজিবাইক চুরির মামলা। গতকাল রোববার এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
লাশ নিয়ে ধূম্রজাল
সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার বলেন, গত ১৪ জানুয়ারি স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায় দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ।
এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার এক ব্যক্তি তার ১৭ বছর বয়সী মেয়ে নিখোঁজ ও অপরহরণের ঘটনায় ভুল্লী থানায় একটি মামলা করেন। পঞ্চগড়ের আটোয়ারীর রেলপথে উদ্ধার হওয়া লাশটি নিজের মেয়ের ভেবে ময়নাতদন্তের পর নিয়ে দাফন করেন। রিফাতের মোবাইল ফোনে পাওয়া ছবি ও ভিডিও ঠাকুরগাঁওয়ের ওই বাবাকে পাঠালে তিনি জানান, দাফন করা লাশটি তাদের নিখোঁজ মেয়ের নয়।
গ্রেপ্তার রিফাত নিহত ওই নারীর নাম–পরিচয় জানাতে পারেননি বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী। তিনি বলেন, লাশ উদ্ধারের সময় ওই নারীর আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই। ওই নারীর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।