নিহতের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আইএসপিআরের দুই রকম তথ্য

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৫, ০২:১৪ পিএম

নিহতের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আইএসপিআরের দুই রকম তথ্য

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)- দুই রকম তথ্য দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বুধবার দুপুর ১টা পর্যন্ত হালনাগাদ তথ্যে জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছে।

তবে মঙ্গলবার পর্যন্ত আইএসপিআর যে তথ্য দিয়েছে, সেখানে মৃতের সংখ্যা ৩১ জন বলে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, তারা প্রতিটি মৃত্যুর নাম-পরিচয়সহ যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করছেন। ফলে তাদের তথ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম বলে তারা দাবি করেছেন। খবর বিবিসি বাংলা। 

Link copied!