নওগাঁয় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, সমন্বয়কসহ ২ শিক্ষার্থীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২৪, ০৫:১১ এএম

নওগাঁয় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, সমন্বয়কসহ ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধনজইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি হাসমত আলী জানান। 

নিহতরা হলেন- উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের ছাত্র সারাফাত হোসেন (২২) এবং একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র মনিরুল ইসলাম (২৩)। 

তাদের মধ্যে সারাফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাদেবপুর উপজেলার সমন্বয়ক ছিলেন বলে ওসি জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, “সারাফাত ও মনিরুল নওগাঁ জেলা সদর থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুরে বাড়িতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত চার্জার ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।” 

নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি হাসমত আলী।

Link copied!