পরীর সহযোগী রাজের বাড়িতে র‌্যাবের অভিযান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২১, ০৮:৫০ পিএম

পরীর সহযোগী রাজের বাড়িতে র‌্যাবের অভিযান

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আটকের পর এবার তার সহযোগী অভিনেতা-প্রযোজক নজরুল ইসলাম রাজের (নজরুল রাজ) বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র‍্যাব) সদস্যরা। রাজের রাজধানীর বনানীর বাসায় এখনও অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রাজ পরীমনির সহযোগী ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। রাজের বনানীর বাসায় ওই অভিযান চলছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি গণমাধ্যমকে বলেন, মিশু নামে এক ব্যক্তি গ্রেফতারের পর রাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে রাজের বাসায় অভিযান চলছে। 

জানা যায়, পরীর প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।

পরীমনিকে বিপুল পরিমাণে মদসহ আটক করার পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদরদফতরে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আনা সব অভিযোগের ব্যাপারে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার (৪ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে তার বাসা থেকে বের করে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব সদরদফতরের দিকে নিয়ে যাওয়া হয়।

বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আলোচিত এ নায়িকার বাসায় অভিযান শুরু করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসা থেকে তাকে আটক করা হয়।

বোট ক্লাব কাণ্ডে নতুন করে আলোচনায় আসা বিতর্কিত এই নায়িকাকে ঘিরে অভিযোগের শেষ নেই। তার বাসায় অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশী মদ রাখার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগ পুরনো। একাধিক ফ্লপ ছবির এই নায়িকার বিরুদ্ধে বহু বিবাহের অভিযোগ রয়েছে। ধনীর দুলালদের সঙ্গে সখ্যতা গড়ে দেশে-বিদেশে ঘুরে বেড়ানো এবং অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Link copied!