আইল্যান্ড ভেঙে মাইক্রোর ওপর উঠে গেল বাস

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২১, ১২:২৭ পিএম

আইল্যান্ড ভেঙে মাইক্রোর ওপর উঠে গেল বাস

রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর ওপর উঠে পড়েছে যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।  এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার গণমাধ্যমে বলেন, “এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে সড়কের বিপরীত পাশের মাইক্রোবাসের ওপর তুলে দেয়।”এ ঘটনায় মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন বলেও তিনি জানান। খিলক্ষেত থানার ওসি সাব্বির আহমেদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এনা পরিবহণের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে।  খিলক্ষেতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এসময়  ডিভাইডার ভেঙে উপরে উঠে গেলে বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে।  এতে মাইক্রোবাসের চালক সামান্য আহত হয়েছেন।

Link copied!