কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস’র (সিডিআই) আত্মপ্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৩:৫১ পিএম

কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস’র (সিডিআই) আত্মপ্রকাশ

কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (সিডিআই) নামে নামে নতুন একটি সংস্থার আত্মপ্রকাশ ঘটেছে। এর উদ্দেশ্য হলো মধ্যম আয়ের দেশে উত্তরণ, চতুর্থ শিল্প বিপ্লব,জলবায়ু পরিবর্তন,স্বাস্থ্যখাতে চ্যালেঞ্জের মতো সমস্যাগুলোর সমাধানে সরকারের সঙ্গে একযোগে কাজ করা। সিডিআই সদস্যদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষায় সংশ্লিষ্টদের সমৃদ্ধ করা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে সংগঠনটির অত্মপ্রকাশ ঘটে।অনুষ্ঠানে সিডিআই’র ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল মোমিন তার শুভেচ্ছা বক্তব্যে নবগঠিত এই সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য এবং পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধাান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডা. নিজাম উদ্দিন আহমেদ বলেন ‘বাংলাদেশের উন্নয়নে এনজিও এবং নাগরিক সংগঠনগুলো ভূমিকা অনেক। তাই বেসরকারি সংস্থা অত্যন্ত ইতিবাচক। এখন ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা দূরীকরণে তথ্যপ্রমাণের ভিত্তিতে এই সংগঠনে বিশ্বাসযোগ্য গবেষণা প্রয়োজন, তাহলে সব কিছু সফল হবে। তিনি আরও বলেন,  আমাদের পশ্চাৎপদ, অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সেবাকে অগ্রাধিকার দেওয়া উচিত।’

বিশেষ অতিথির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. রফিকুর রহমান বলেন, ‘অগ্নি নির্বাবনের জন্য উচ্চা শিক্ষা অত্যান্ত গুরুত্বপূর্ন, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আগ্নিকান্ডের কারন ও অগ্নিনির্বাবন নিয়ে সচেতনা সৃষ্টি করা জরুরি। এর জন্য সবাই  মিলে ভূমিকা পালন করতে হবে। সমন্বিতভাবে কাজ করলে অনাকাাঙ্ক্ষিত অগ্নিকান্ড রোধ করা সম্ভব। এই সংগঠন যেহেত ‘অগ্নি নির্বাবনের উপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করবে সেক্ষেত্রে  এই সংগঠনটিকে সর্বতোভাবে সহায়তা করবেন বলেও আশা ব্যক্ত করেন সাবেক এই মহাপরিচালক।’

বিশিষ্ট শিক্ষাবিদ ও শান্ত মারিয়ার ইউনির্ভাসিটি ও ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগি অধ্যাপক ও জয়েন্ট রেজিস্টার কায়কোবাদ কাদির রানা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের  সঙ্গে মেলবন্ধন গড়ে তোলা এবং প্রগতিমুখী সমাজ গঠনে বেসরকারি সংস্থার জোটবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেবাদানকারী সংস্থাগুলো বাংলাদেশের একটি বড় শক্তি। এই শক্তি একযোগে কাজ করলে দেশের উচ্চশিক্ষার উন্নয়ন ত্বরান্বিত হবে।’

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সিডিআই এর উপদেষ্টা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক উপ পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া।

Link copied!