কেমিক্যাল কারখানায় আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত ৯ ইউনিট

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৪, ২০২১, ০৫:১১ এএম

কেমিক্যাল কারখানায় আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত ৯ ইউনিট

গাজীপুরে শ্রীপুর উপজেলায় তেলিহাটি এলাকায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কারখানার ব্লিচিং পাউডার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ছাড়াও  ভালুকা ও গাজীপুরসহ মোট ৯টি ইউনিট এ রিপোর্ট লেখা পর্যন্ত ( রাত ১১ টা) আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়,ঘটনার সময় বিকট শব্দে কারখানার আশপাশের বহুতল ভবনের জানালার কাচ ভেঙে পড়েছে। বিকট শব্দের সঙ্গে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ঝাঁজালো গন্ধে আশপাশের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া দ্য রিপোর্ট ডট লাইভকে জানান,  সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে গাজীপুর ও আশপাশের ফায়ারসার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিভানোর কাজ করছি।

কারখানার বিভিন্ন ভবনের পুরোটাতেই কেমিক্যাল উৎপাদন ও সংরক্ষণ করা হতো জানিয়ে তিনি আরও বলেন, ‘হাইড্রোজেন পার-অক্সাইডের সংরক্ষিত স্টোরেজ বিস্ফোরণ হয়ে ব্লিচিং পাউডারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ ওই ভবনে বিষাক্ত কেমিক্যাল সংরক্ষণ করা হতো বলেও তিনি জানান।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, কারখানায় দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এ সময় বেশকিছু শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত অবস্থায় ছিলেন। আগুনের সূত্রপাত দেখে তারা নিরাপদেই দ্রুত সরে আসেন। এখনো কারও নিখোঁজ ও হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে এ কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে তিন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন ২৩ জন। ওই ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন হলেও পরবর্তীতে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

Link copied!