এপ্রিল ৭, ২০২৩, ০১:০৬ পিএম
খানাখন্দ ভরা সড়ক। সেই সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন বাবা-মেয়ে। ঝাঁকুনিতে বাবার মোটর সাইকেল থেকে পড়ে মৃত্যু হল মেয়ের। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীতে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ খবর জানা গেছে।
মেয়ে বেবি খাতুনের বয়স ৩৫ বছর। ওই নারী দুই সন্তানের জননী। তাঁর স্বামী থাকেন বিদেশে। বাবা রাহিম উদ্দিনের বাড়ি গাংনী উপজেলার রায়পুর গ্রামে।
শুক্রবার সকালে বাবার সাথে মোটরসাইকেলে চড়ে রায়পুর থেকে কাজীপুর গ্রামে যাওয়ার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়ায় তিনি দুর্ঘটনায় পড়েন। গুরুতর আহত অবস্থায় বেবি খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন।
বাবা রাহিম উদ্দিন বলেন, ঈদের কেনাকাটা করার জন্য গরু বিক্রি করেছিল তার মেয়ে। ইচ্ছে ছিল বেয়াই বাড়ি ঘুরে মেয়েকে নিয়ে কিছু কেনাকাটা করবেন। সেজন্যই মোটর সাইকেলে মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন।
“মেয়ে মোটর সাইকেলের পিছনে বসা ছিল। খানাখন্দে ভরা রাস্তা, ঝাঁকুনিতে কখন কীভাবে পড়ে গেল বুঝতেও পারিনি। মেয়ের লাশ নিয়ে আমাকে ফিরতে হল।”
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়েছেন।