অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলায় দীর্ঘ ২৪ বছর ধরে আত্মগোপনে থাকা পলাতক ও চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাত ১১ টার দিকে রাজধানীর গুলশান-২ এর ২৫/বি ফিরোজা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর ওই বাসা থেকে দুই নারীকে আটক করা হয়েছে। এছাড়া, বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশানের একটি বাসায় তিনি (বোতল চৌধুরী) আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা দুই নারীকে আটক করা হয়েছে।
আটককৃত দুই নারীর পরিচয় জানা যায়নি। তাঁদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, ওই দুই নারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
খন্দকার আল মঈন আরও বলেন, “অভিযান চলাকালীন ২৩ বোতল মদ পেয়েছেন তাঁরা। আটক হওয়া ওই দুই নারীর সঙ্গে আশিষ চৌধুরীর কি সম্পর্ক তা জানার জন্য জেরা করা হবে বলেও তিনি জানান।
এদিকে বাসার মালিক ও র্যাব সূত্রে জানা গেছে, আশিষ চৌধুরীকে যে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা তার নামে নয় বরং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ভাড়া নেওয়া হয়েছিল। বাসায় একাধিক নারীর যাতায়াত ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে বাসার মালিক মোখলেছুর রহমান গণমাধ্যমকে জানান, “আশিষ চৌধুরী প্রতিদিন সন্ধ্যার পর মেয়েদের নিয়ে আসতেন। তবে সেটা যে কোম্পানির লোক না, তা তিনি বুঝতে পারেননি।”