ডিইউজে সভাপতি সোহেল, সম্পাদক আকতার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২২, ১০:০৪ পিএম

ডিইউজে সভাপতি সোহেল, সম্পাদক আকতার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। আর বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র বার্তা সম্পাদক আকতার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে জয় পেয়েছেন।

এছাড়া, সহ-সভাপতি- এম এ কুদ্দুস ও মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, কোষাধক্ষ পদে আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে এ জিহাদুর রহমান জিহাদ, আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনার সম্পাদক পদে রাজু হামিদ, দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান,  কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভীন, নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু এবং মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আসাদুর রহমান, সলিম উল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ ও রেহানা পারভীন নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বুলবুল ভোটের ফলাফল ঘোষণা করেন। এর আগে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৬টা পর্যন্ত।

এবারের ডিইউজের নির্বাচনে ৩টি প্যানেল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম প্যানেল, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই তিনটি পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়েছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী লড়েছেন আরও ১০ জন। ফলে এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৭১ জন। এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন।

Link copied!