ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৪:৫৬ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা ভবনের চতুর্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। রবিবার দুপুর তিনটির দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট চেষ্টা চালিয়ে বিকেল সোয়া ৪টার দিকে নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর তিনটার দিকে নতুন ১০ তলা ভবনের চতুর্থ তলায় যেখানে কিডনি বিভাগ রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।