ডিসেম্বর ৫, ২০২১, ০১:৪০ পিএম
নিরাপদ সড়কসহ একাধিক দাবীতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরায় মানববন্ধন ও ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং শাহবাগে কফিন মিছিল করেন তারা। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে তারা আলাদা আলাদাভাবে এসব কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর স্লোগান দিয়ে তাদের দফাগুলো জানান দিয়েছেন।
রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আমরা নিরাপদ সড়কসহ যে ১১দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছি তা অনতিবিলম্বে মেনে নিতে হবে। এছাড়া যে শিক্ষার্থী সড়কে মারা গিয়েছেন অবিলম্বে তার ক্ষতিপূরণ দ্রুত দাবি করেন শিক্ষার্থীরা।
এদিকে, রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বেলা ১২.৩০টায় নিরাপদ সড়কের দাবিতে একটি কফিন মিছিল বের করে সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ ঘুরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের পাশাপাশি হাফপাসের দাবিতে স্লোগান দেন।