নয়াপল্টনে সংঘর্ষ: হাইকোর্টে বিএনপি নেতা সালাম-অ্যানির জামিন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৭:৪১ পিএম

নয়াপল্টনে সংঘর্ষ: হাইকোর্টে বিএনপি নেতা সালাম-অ্যানির জামিন

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ তাঁদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

পাশাপাশি স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে বিএনপি নেতাদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন ও আইনজীবী মো. আক্তারুজ্জামান ও এজাজ কবীর।

হাইকোর্টের জামিন আদেশের ফলে বিএনপি নেতাদের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন গণমাধ্যমকে বলেন, “আবদুস সালাম ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সুনির্দিষ্ট অভিযোগ এবং অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাদের কারমুক্তিতে আর কোনো বাধা নেই।”

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহতের ঘটনায় পরদিন (৮ নভেম্বর) পল্টন মডেল থানায় হামলা ও বিস্ফোরক আইনে দুই হাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ। পরে ওই মামলায় আবদুস সালাম ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৩৪ জনকে আটক ও পরে গ্রেপ্তার দেখিয়ে আলাদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Link copied!