প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২৩, ১২:৩৪ এএম

প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্পেশাল এনভয় টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ফর ক্লাইমেট চেইঞ্জ’ অর্থাৎ ‘পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত’ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, এটি হবে অবৈতনিক দায়িত্ব। অর্থাৎ এ দায়িত্ব পালনের জন্য সাবের হোসেন চৌধুরী কোনো প্রকার বেতন-ভাতা পাবেন না।

বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে আছেন সাবের হোসেন চৌধুরী। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ১৯৯৬ সালে গঠিত আওয়ামী লীগ সরকারে তিনি নৌপরিবহন উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

Link copied!