প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে চুক্তিসহ যা থাকছে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ০৮:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে চুক্তিসহ যা থাকছে

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ’র আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার (২২ ডিসেম্বর) দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষাসহ কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর সফরসূচি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২২ ডিসেম্বর বিশেষ ফ্লাইটযোগে প্রধানমন্ত্রী মালেতে অবতরণ করবেন এবং বিমানবন্দরে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানাবেন মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।”

ড. এ কে আব্দুল মোমেন বলেন, “পরের দিন (২৩ ডিসেম্বর) সকালে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। তখন তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। প্রেসিডেন্সিয়াল প্রাসাদে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে (সম্ভাব্য তালিকা সংযুক্ত)।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রীর সাথে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী মালদ্বীপের পার্লামেন্টেও বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কুশল বিনিময় করবেন। একই দিন রাতে মালদ্বীপের রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, সেনাপ্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা। এছাড়া, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরে যুক্ত হবেন।আগামী ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালে সফরের আমন্ত্রণ জানান। এরই ধারাবাহিকতায় সরকারপ্রধানের সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে মালদ্বীপ সফর করেন এবং প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের তারিখ ও সফরসূচি চূড়ান্ত করেন।

Link copied!