ফের বিদ্যুৎ উৎপাদন শুরু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২৩, ০৫:৫৩ পিএম

ফের বিদ্যুৎ উৎপাদন শুরু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে

সংগৃহীত ফাইল ছবি

আবারও পুরোমাত্রায় বিদ্যুৎ উৎপাদনে ফিরছে দেশের কয়লাভিত্তিক সবচাইতে বড় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় কেন্দ্রের দুই ইউনিট পুরোপুরি বন্ধ হওয়ার ২০ দিন পর শনিবার (২৪ জুন) মধ্যরাত থেকে ফের উৎপাদনে ফিরছে তাপবিদ্যুৎ কেন্দ্রটি। চলতি মাসের শুরুতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল ১৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

পায়রা বন্দর সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়ার বালিকপনান থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ কয়লা নিয়ে পায়রা বন্দরে  পৌঁছায়। কয়লা নিয়ে রওয়ানা করার ১০ দিন পর এটি বন্দরে এসেছে। এই কয়লা দিয়েই শনিবার মধ্যরাত থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এছাড়া,কয়লা নিয়ে গতকাল শুক্রবার কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে আরও একটি বড় আকারের জাহাজ। এই জাহাজে রয়েছে ৬৪ হাজার ৩০০ টন কয়লা।

পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান গণমাধ্যমকে জানান,“৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এসেছে ‘এমভি এ্যাথেনা’ নামক জাহাজ। বৃহস্পতিবাররাত ২টার দিকে জাহাজটি পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে। ২০০ মিটার দৈর্ঘ্য এবং ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থের জাহাজটির ড্রাফট ১০ মিটার। শুক্রবার কিংবা শনিবারের মধ্যে এ কয়লা পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে খালাস হওয়ার কথা।” আসছে ১ জুলাই কয়লা নিয়ে একই ধারণক্ষমতার আরও একটি জাহাজ আসার কথা রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত,  কয়লা সংকটের কারণে গত ২৫ মে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়। একই কারণে ৫ জুন বেন্ধ হয়ে যায় অপর ইউনিটও।

Link copied!