ডিসেম্বর ৬, ২০২১, ০২:২০ পিএম
পূর্ব ঘোষনা অনুযায়ী নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সোমবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এদিন বৃষ্টি উপেক্ষা করেই রামপুরা ব্রিজে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
বৈরি আবহাওয়ার কারণে এ কর্মসূচি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টির কারণে আপাতত আন্দোলনের কর্মসূচি স্থগিত করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা সোহাগী সামিয়া বলেন, “আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত আমরা মাঠে নামছি না। তবে আবহাওয়া ঠিক হওয়ার পরে আমরা একটি সাইকেল র্যালি করব। মাইনুদ্দিনের স্কুল (একরামুন্নেছা স্কুল এন্ড কলেজ) থেকে নাইমের (নটরডেম কলেজ) কলেজ পর্যন্ত আমরা সাইকেল র্যালি করব। তার তারিখ আমরা আপনাদের পরে জানিয়ে দেব।”
সামিয়া আরো বলেন, “নাইমের কলেজে গিয়ে আমরা মোমবাতি প্রজ্বলন করব। এছাড়া আমরা একটি ছাত্রশিক্ষক সমাবেশ করব। এই দুইটা কর্মসূচি আমরা সামনে রেখেছি। এই দুইটা কর্মসূচি পালান করার পর ভবিষ্যত কর্মসূচি জানাবো।”