ডিসেম্বর ১০, ২০২১, ১১:০৭ পিএম
পুলিশপ্রধান বেনজীর আহমেদ ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ছয় জন নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব়্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকার সময় ‘মাদকবিরোধী যুদ্ধে' মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে ৷এমন অভিযোগে শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
সকলের নাম ও উপাধিসহ এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
বিশ্ব মানবাধিকার দিবসে এ সিদ্ধান্ত
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘনে যুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়েও ওয়েব সাইটের পাশাপাশি রাজস্ব বিভাগের ওয়েব সাইটে প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় এদের নাম যোগ করা হয়েছে। তালিকায় আরো আছেন: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খান মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আনোয়ার লতিফ খান এবং তোফায়েল মোস্তফা সরোয়ার। প্রতিষ্ঠান হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।