মঙ্গলবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৩, ০৯:৪৯ এএম

মঙ্গলবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পিডিবি জানায়, মঙ্গলবার রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এটি বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের ঘটনা। এর আগে, ২০২২ সালের ১৬ এপ্রিল সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

পিডিবির পরিচালক শামীম হাসান সংবাদমাধ্যমকে বলেন, “মঙ্গলবার দেশে বিদ্যুতের চাহিদা ১৪ হাজার মেগাওয়াট থাকলেও এর বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট।”

২০২২ সালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছিল ১৫ হাজার মেগাওয়াট। চলতি বছর এই চাহিদা বেড়ে ১৬ হাজার মেগাওয়াটে দাঁড়াতে পারে বলে পিডিবি কর্তৃপক্ষের ধারণা।  

দেশে প্রতি বছর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বেড়ে চলেছে। ২০০৮ সালে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। বর্তমান সরকার দেশের প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবছরই দেশে  বাড়ছে বিদ্যুৎ উৎপাদন। গত ১৩ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় পাঁচ গুণ।

Link copied!