মাগুরার সেই গৃহবধূ এখন শিকলমুক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৩, ২০২২, ০৪:৩৮ পিএম

মাগুরার সেই গৃহবধূ এখন শিকলমুক্ত

পরকিয়ার অভিযোগ এনে ঘরে শিকলবন্দী করে রাখা মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সেই গৃহবধূ ২৪ ঘন্টা পর অবশেষে স্থানীয় থানা প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল রবিবার বিকেলে উপজেলার বালিদিয়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামে এ ঘটে। 

 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসেন গৃহবধূকে শিকলমুক্ত করার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্র  জানায়, শিমুল ফকির (২২) নামে এক যুবকের সঙ্গে পরকিয়ার অভিযোগে এনে স্বামী কাশেম ফকির (২৮) ওই গৃহবধূকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে।     

স্থানীয় সূত্রে জানা য়ায়, শিমুল ফকির ও কাশেম ফকির সম্পর্কে চাচাতে ভাই। আর সে সুবাদে কাশেম ফকিরের বাড়িতে শিমুলের নিয়মিত যাতায়াত। এতে স্ত্রীর পরকীয়ার বিষয়ে কাশেম ফকিরের সন্দেহ হয়। গত শনিবার রাত ১০টার দিকে তার ঘরে শিমুল ফকিরকে পেয়ে আটক করেন। তবে শিমুলকে তার স্বজনরা উদ্ধার করে নিয়ে গেলে কাশেম তার স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে রাখেন। 

এ বিষয়ে গৃহবধূর স্বামী অভিযুক্ত শিমুল ও তার সহযোগীদের বিরুদ্ধে মহম্মদপুর থানায়ও অভিযোগ করেছেন। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসেন দ্য রিপোর্ট ডট লাইভ কে বলেন, “শিকলবন্দী করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে শিকলমুক্ত করেছে। গৃহবধূর স্বামীকে থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের ভুল স্বীকার করেছেন।” গৃহবধূর স্বামীর বিরুদ্ধে মামলা না হলেও তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মহম্মদপুর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।   

Link copied!