মিরসরাইয়ে ড্রেজারডুবি: আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২২, ১১:৫৩ এএম

মিরসরাইয়ে ড্রেজারডুবি: আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ড্রেজার ডুবে নিখোঁজ হওয়া আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ড্রেজার চালক ইমাম মোল্লা (২৫), জাহিদুল  ইসলাম( ২৫) ও আবদুল হক মোল্লার ছেলে  মাহমুদ মোল্লা (২২)। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার রাতে একজনের মরদেহ উদ্ধারের পর রাত ১২টায় উদ্ধার সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এরই মধ্যে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

Link copied!