অক্টোবর ২৭, ২০২২, ১০:৫৯ এএম
চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, বৃহস্পতিবার সকালে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটজনের মরদেহ উদ্ধার হলো।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শাহিন মোল্লার (৩৫) সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) ও বশর হাওলাদার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে বুধবার রাত ১১টায় আলম সরদার নামে (৫০) আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ওই আট শ্রমিক নিখোঁজ হন।