চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় জোনাকী পরিবহন বাস, কাভার্ডভ্যান ও লরি চালককে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জোরারগঞ্জ হাইওয়ে থানার জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই আলমগীর হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
মামলার বাদী অ্যাসিসটেন্ট টাউন সাব-ইনস্পেকটর (এটিএসআই) সাইফুল ইসলাম বলেন, তিন গাড়ির চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তাই তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশনের রায়পুর এলাকায় একটি লরির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রামুমখী জোনাকি পরিবহনের একটি বাস। এ নিয়ে উভয় গাড়ির চালকদের সঙ্গে বাকবিতণ্ডা চলছিল। খবর পেয়ে সেখানে দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন এলাকার লোকজন ও স্থানীয় সিএনজিচালিত অটোরকিশা চালকরাও ছিলেন।
এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান দাঁড়ানো সবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন মারা যান।
এ ঘটনায় আহত হন ছয়জন।