চট্টগ্রামে বাস উল্টে দুই তরুণ নিহত এবং ৮জন আহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই উপজেলার ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. ফয়সাল (১৯) ও সান্তু আচার্য্য (২৩)। ফয়সালের বাড়ি কুমিল্লার দাউদকান্দি ও সান্তু আচার্য্যের বাড়ি চট্টগ্রামের পটিয়ার মুজাফরাবাদ এলাকায়।
স্থানীয় কুমিরা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন জানিয়েছেন, স্বাধীন বাংলা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে বাসটি ছোট কমলদহ এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত অবস্থায় দুইজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।