মেট্রোরেলের সময় বাড়ছে আধা ঘণ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২৩, ০৩:৪৫ পিএম

মেট্রোরেলের সময় বাড়ছে আধা ঘণ্টা

ফাইল ছবি

আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে। তবে মেট্রোরেলের নতুন সময়সূচির সুবিধা কেবল এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা পাবেন।

শনিবার (৮ জুলাই) থেকে নতুন এই সময়সূচিতে মেট্রো ট্রেন চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

কেবল এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা  এই নতুন সময়সূচিতে শেষ দুটি ট্রেনে যাতায়াত করতে পারবেন। সিঙ্গেল জার্নি টিকেট দিয়ে ওই দুটি ট্রেনে চড়া যাবে না।

উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জুলাই থেকে রাত সোয়া ৮টা এবং সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত যাবে।

বর্তমানে সময়সূচিতে সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলছে। মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি এখন শুক্রবার।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয়।

Link copied!