রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নোট জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।
সংবাদ সম্মেলনে ডিবি জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের একজনের ভাই পাকিস্তানে থাকেন। পাকিস্তানের করাচি বন্দর থেকে শ্রীলঙ্কা হয়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের মাধ্যমে জাল রুপি এনে পাচার করতো এ চক্রটি।
সোমবার ও মঙ্গলবার ঢাকার ডেমরা ও হাজারীবাগ এলাকা থেকে আমানুল্লাহ ভূঁইয়া (৫২), কাজলরেখা (৩৭), ইয়াসিন আরাফাত (৩৩) ও নোমানুর রহমান খান (৩১) নামে এ চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমানুল্লাহ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালক। কাজলরেখা তার দ্বিতীয় স্ত্রী। গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৫ লাখ ভারতীয় রুপীর জাল নোট ও মোবাইল ফোন জব্দ করা হয়।