রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বসুন্ধরা গলিতে সুকন্যা টাওয়ারে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৫ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিস্ফোরণে ভবনটির দেয়াল ধসে পড়ায় কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। ভবনটিতে থাকা ফোয়েনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি, একটি সেলুন ও বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।তবে সিলিন্ডার নাকি এসির বিস্ফোরণ তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিস্ফোরণের পর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্ফোরণের পরই নিউমার্কেট ও ওই এলাকার সব মার্কেটে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহসহ নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।