নভেম্বর ৩০, ২০২১, ০৬:০৩ এএম
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। জানা গেছে, অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এই ঘটনার পর সেখানে অনাবিলের বেশ কয়েকটি বাস আটকে ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কমপক্ষে ১০টি বাসে আগুন দেওয়া হয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নেভানোর চেষ্টা করছেন।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে জনগণ আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। বাসচালক হতে পারেন তিনি।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হন নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় এক গণমাধ্যমকর্মী নিহত হন।