সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাস ও ট্রেনের মতো নৌ-পরিবহনগুলোতেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এজন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়ছে লঞ্চ ভাড়াও। বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। এবারের ঈদযাত্রায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে বলে জানান প্রতিমন্ত্রী।
এর আগে বাস ও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার। আজ থেকে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় বাস চলাচল করছে। কাল থেকে নৌপরিবহনগুলোতেও বর্ধিত ভাড়ায় চলাচল করবে।