লঞ্চের ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে দুর্ঘটনা: শাজাহান খান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২১, ০১:০৭ পিএম

লঞ্চের ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে দুর্ঘটনা: শাজাহান খান

ঢাকা থেকে বরগুনাগামী ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনা ক্যানটিন থেকে নয়, ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে আগুনে পোড়া লঞ্চ পরিদর্শন শেষে  সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”

এদিকে, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে।  শনিবার (২৫ ডিসেম্বর) বরগুনার সার্কিট হাউজের ঈদগাঁ মাঠে ওই জানাজায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ হাজারো মানুষ অংশ নেন। মরদেহগুলো সদর উপজেলার পোটখালী গ্রামের সরকারি গণকবরে দাফন করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামে ওই লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ পাওয়া গেছে।  আহত হয়েছেন ৭০ জনের বেশি। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। অগ্নিদগ্ধ ও আহতদের অনেককে  তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Link copied!