সাজেকে আগুন, পুড়ল তিন রিসোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২, ২০২১, ১০:৪১ এএম

সাজেকে আগুন, পুড়ল তিন রিসোর্ট

পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় চিলেকোঠা রেস্টুরেন্টের মালিক নাসির উদ্দিন পিন্টু জানান, সাজেকে গভীর রাত সাড়ে তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবকাশ রিসোর্টের নীচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তিনটি রিসোর্ট ও একটি থাকার ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস না থাকায় সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফুল ইসলাম জানিয়েছেন, সাজেকে মধ্যরাতের আগুনে তিনটি রিসোর্ট ও একটি রেস্টুরেন্ট এবং একটি বসতঘর পুড়ে গেছে। আইনশৃঙ্খলাবাহিনী ও স্থানীয়দের সহযোগীতাই দীঘিনালা ফায়ারসার্ভিস আগুন ভোরে নিয়ন্ত্রণে আনেন।

Link copied!