আগস্ট ১২, ২০২১, ১১:১৩ পিএম
সিলেটের সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা এবং অভিনেত্রী পরীমনিকে নিয়ে নানান ঘটনা প্রকাশের প্রেক্ষিতে তীব্র নিন্দা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন জোটভুক্ত ১৭ বিশিষ্ট নাগরিক।
সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়,‘সুনামগঞ্জের শাল্লায় গ্রামবাসীদের উত্তেজিত করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানোর সাম্প্রতিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই হামলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী গোষ্ঠীর বিচার না করে উল্টো মৌলবাদী গোষ্ঠীর সমালোচনাকারী সংখ্যালঘু যুবকদের জেলে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনার রূপসা উপজেলায় উপাসনালয় ও প্রতিমা ভাংচুর করা হয়েছে।
ভিন্ন ধর্মবিশ্বাসের ওপর আঘাত হানা হেনে যারা সামাজিক অপরাধ করবে আমরা তাদের কঠোর হস্তে দমনের আহবান জানাচ্ছি।’
এছাড়া, চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির ঘটনা ইঙ্গিত করে সেখানে বলা হয়, ‘এতে করে বাংলাদেশের নব্য-ধনিক সমাজের যে চেহারা ফুটে উঠেছে তা আমাদের গভীরভাবে চিন্তিত, উদ্বিগ্ন ও ক্ষুদ্ধ করেছে। নারীকে পণ্য ও বাণিজ্য হিসেবে ব্যবহারের চর্চা নানানভাবে সমর্থন পেয়ে সমাজে অনাচারের ভোগবাদী সংস্কৃতি প্রবল করে তুলেছে।’
এ বিষয়ে আরও বলা হয়েছে,‘অর্থ-বিত্ত- প্রশাসনিক ও রাজনৈতিক আঁতাতের খবর যখন প্রকাশ পেতে শুরু করলো তখন নারীর ওপরই এর দায় চাপানোর বিশাল আয়োজন আমরা লক্ষ্য করছি। পুরুষতান্ত্রিক চিন্তার এই দাপট সাম্পগ্রিকভাবে সমাজকে এবং বিশেষ করে নারীকে নিগ্রহের শিকারে পরিণত করেছে। আমরা নারীর অধঃপতনের শিকার হওয়ার জন্য যারা দায়ী, যারা এর ইন্ধনদাতা তাদের মুখোশ উন্মোচনের দাবি জানাচ্ছি।’
এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামাজিক আন্দোলন জোরদার করার দাবিও জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনেরা হলেন; আবদুল গাফফার চৌধুরী, হাসান আজিজুল হক, সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, রামেন্দু মজুমদার, সেলিনা হোসেন, আবেদ খান, ফেরদৌসী মজুমদার, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, আবদুস সেলিম, নাসির উদ্দিন ইউসুফ, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, গোলাম কুদ্দুছ এবং হাসান আরিফ।