সিলেট-৩ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২১, ০৯:০৫ এএম

সিলেট-৩ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকল ৪টা পর্যন্ত।

এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির (এরশাদ) মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

সিলেট-৩ আসনে উপনির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশোসনের উদ্যোগে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।  জেলা  প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া, একজন করে অতিরিক্ত জেলা প্রশাসক প্রতিটি উপজেলায় দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের শুক্রবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে বলেন, ভোটগ্রহণের দিন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা। ভোটকেন্দ্রে থাকবে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৮ থেকে ১৯ জন সদস্য। এদের মধ্যে পুলিশ ও আনসার সদস্যের কাছে অস্ত্র থাকবে।

জেলা  প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট-৩ আসনে উপনির্বাচন উপলক্ষে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল ফোর্স ২১টি, স্ট্রাইকিং ফোর্স ১২টি, র‌্যাবের ১২টি টিম ও ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিজিবির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সিলেট-৩ আসনটিতে  ৩ লাখ ৫০ হাজারের মতো ভোটার রয়েছেন। এই আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সিলেট-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কশিশন।গত ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি। গত ২৮ জুলাই এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে ভোটগ্রহণ স্থগিত করেন আদালত। পরবর্তীতে নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর ভোাটগ্রহণের দিন নির্ধারণ করে।

Link copied!