জানুয়ারি ২, ২০২২, ০৬:৩০ পিএম
রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে গত ১৪ ডিসেম্বর প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন মহিতুল আহম্মেদ রনি (৪২) নামে একজন সফটওয়্যার প্রকৌশলী।
এ সময় অভিযুক্ত চালক ইমরান ফাহমি এবং তার গাড়িটি আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
এ ঘটনায় ইমরানকে আসামী করে মামলা করেন নিহতের স্ত্রী সাবরিন মোসতারিন। তবে বাদীর অভিযোগ, আসামীর নাম বদলে মামলায় আরেকজনের নাম দিয়ে দেওয়া হয়েছে।
অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাবরিন মোসতারিন জানান, ইমরান ফাহমিকে আসামী করে মামলা করা হলেও পরে পুলিশ এজাহারে ইমরানের নাম বদলে অন্য একজনকে আসামি দেখিয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ জানিয়েছে, এ ঘটনায় তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আসামী করে মামলা করেছেন সাবরিন মোসতারিন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, এমন অভিযোগ আনলেই তো হবে না। মামলার এজাহারে বাদী যার নাম দিয়েছেন তা বদলানোর কোনো সুযোগ নেই। মামলা সেই নাম অনুযায়ীই হয়েছে।
তিনি আরও জানান, এই মামলায় দুজন আসামী হতে পারবে না। যিনি চালকের আসনে ছিলেন তার বিরুদ্ধেই মামলা করা হয়েছে।
এদিকে, সাবরিন জানান, ঘটনার দিন সন্ধ্যায় মিরপুর থানায় এজাহারের যে কপিতে তিনি সই করেছিলেন সেখানে আসামী নামের স্থানে ইমরানের নামই ছিল।
জানা গেছে, নিহত প্রকৌশলী রনি মিরপুর ২ নম্বরের বাসিন্দা ছিলেন। সেখানেই একটি সফটওয়্যার ফার্ম ছিল তার। গত ১৪ ডিসেম্বর বিকেলে অফিস থেকে বাসায় ফেরার সময় সাদা রঙের একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-৪৫-২০৯৫) চাপায় ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা চালক ইমরান ফাহমিসহ প্রাইভেট কারটি আটক করে পুলিশে খবর দেয়।