জুন ১১, ২০২৩, ০২:৪৭ এএম
অপ্রয়োজনে বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালকদের সার্বক্ষণিক কর্মস্থলে না থাকায় ব্যাংকের আর্থিক ও পরিচালন কর্মকাণ্ড ক্ষতি হচ্ছে।
এক্ষেত্রে বৃহস্পতিবার (৮ মার্চ) এক নতুন নির্দেশনায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পূর্বে জারি করা নীতিমালা মনে করিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক-কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-কে যথাসম্ভব সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করা গুরুত্বপূর্ণ।
মার্চের ২৩ তারিখ ২০২০ সালে এক সার্কুলারে বলা হয়, "সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় ব্যাংক-কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক কাজে কিংবা ব্যক্তিগত ছুটিতে দীর্ঘদিনের জন্য বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। এতে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকাণ্ডে সার্বিক গতিশীলতা হ্রাসের পাশাপাশি ব্যবস্থাপনা ও পরিচালনাগত ঝুঁকিসহ আর্থিক ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, যা কোনভাবেই কাঙ্খিত নয়। এ প্রেক্ষিতে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের বাইরে অবস্থান যতদূর সম্ভব পরিহার করার পরামর্শ দেয়া যাচ্ছে।"
আরও বলা হয়, "ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাংক কোম্পানীর পরিচালনা পর্ষদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন, এর দায়-দায়িত্বের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনাগুলোর সুষ্ঠু পরিপালনার্থে ব্যাংক-কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তার যথাসম্ভব সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান গুরুত্বপূর্ণ।"
এতে বলা হয়, প্রধান নির্বাহী কর্মকর্তার বাংলাদেশের বাইরে ভ্রমণ আবশ্যকীয় হলে দেশের বাইরে গমনের কমপক্ষে ১৫ কর্মদিবস পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণের জন্য প্রেরণ করতে হবে।
আবেদনের সাথে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বা অনুমতির অনুলিপি; ভ্রমণের প্রস্তাবিত সময় (যাতায়াত সময়সহ); ভ্রমণের উদ্দেশ্য এবং দেশের বাইরে অবস্থানকালীন ঠিকানা (একাধিক দেশ হলে প্রত্যেক দেশের নাম, সম্ভাব্য অবস্থানের মেয়াদ ও ঠিকানা) দাখিল করতে হবে।
এছাড়াও পূর্বের সার্কুলারে বলা হয় "বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার বহিঃবাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে তাদের অনুপস্থিতকালীন সময়ে তাঁর স্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী, দাপ্তরিক ফোন, সেল ফোন নম্বর ও ই-মেইল এড্রেস প্রধান নির্বাহীর কর্মস্থল ত্যাগের পূর্বে গভর্নর অফিস, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ/ আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ কে অবহিত করার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হয়।"