দুর্গাপূজা: বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৪ দিন বন্ধ থাকবে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২১, ০৩:০৫ পিএম

দুর্গাপূজা: বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৪ দিন বন্ধ থাকবে

সনাতন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি চারদিন বন্ধ থাকবে।  তবে এ সময় বেনাপোল কাস্টম হাউজের কার্যক্রম, বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন,দুর্গাপূজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য লোড-আনলোড ও কাস্টমসের কাজ চলবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস(সি এন্ড এফ) এবং বাংলাদেশের বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন্ও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির কারণে মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে শুক্রবার (১৫ অক্টোবর) পর্যন্ত পেট্রাপোল বন্দরের কাজকর্ম বন্ধ থাকবে। এ সময় বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৬ অক্টোবর শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি চালু হবে।

এদিকে, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, দুর্গাপূজার ছুটির কারণে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জানিয়ে পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের চিঠি দিয়েছেন।

অন্যদিকে,বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু আহমেদ জানান, পূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Link copied!